¡Sorpréndeme!

রাজনীতিতে অলির ‘সাবধান’ বাণী || Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আগামী দিনগুলো খুবই কঠিন। আমি বার বার দেশবাসীকে সাবধান করে দিচ্ছি। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আমি সাবধান বাণী উচ্চারণ করছি। যতই দিন যাবে, ততই বিশৃঙ্খলা হবে। যতই দিন যাবে, রক্তপাত বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘বিরোধী দলগুলোকেও সংযত হতে হবে, সরকারকেও নমনীয় হতে হবে। সরকারকে আলোচনার জন্য এগিয়ে আসতে হবে। কেউ যদি মনে করে, আমরা একাই দেশ চালাবো, এটা হবে না। দেশ চালাতে হলে প্রত্যেকের অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। কেউ বিরোধী দলে থাকবে, কেউ সরকার পরিচালনা করবে এটাই নিয়ম। কিন্তু এটার সিদ্ধান্ত নেয়ার মালিক হলো জনগণ।’

সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন অলি আহমদ।